গাজীপুরের কাশিমপুরে অবস্থিত জিএমএস কম্পোজিট লিমিটেড পোশাক কারখানায় রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড এলাকায় এই কারখানায় আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, অগ্নিকাণ্ডের কারণে কারখানায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তিনি আরও বলেন, “ঘটনাস্থলে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আগুন নেভানো হয়েছে, এখন প্রাথমিক তদন্ত চলছে।”
স্থানীয়রা জানান, আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কারখানার কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস কর্মীরা আশেপাশের এলাকায় আরও তল্লাশি চালিয়ে কোনো ধোঁয়া বা দাহজনিত ঝুঁকি আছে কিনা তা যাচাই করেন।
জিএমএস কম্পোজিট লিমিটেড একটি বড় পোশাক উৎপাদন প্রতিষ্ঠান। আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা নিজস্বভাবে নিরাপদে বের হয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার কিছু মেশিন ও কাঁচামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া এখনও সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার আরও দৃঢ় ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।