Ridge Bangla

যুক্তরাষ্ট্রের চার্চে বন্দুক হামলায় নিহত ৫ জন, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের একটি চার্চে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। ঘটনায় গুলিবিদ্ধ মোট ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ৪০ বছর বয়সী এক পুরুষ। তিনি গাড়ি চালিয়ে চার্চের প্রধান দরজা ভেঙে প্রবেশ করেন এবং উপস্থিত মানুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। হামলার সময় চার্চে প্রার্থনা চলছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। গুলিবর্ষণের পর চার্চে আগুন ধরে যায়, যা দমকল বাহিনী নিয়ন্ত্রণে আনে। পুলিশ ধারণা করছে, আগুন হামলাকারীর ইচ্ছাকৃত কাণ্ড ছিল।

হামলার উদ্দেশ্য অনুসন্ধানে হামলাকারীর বাসা তল্লাশি করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে “খ্রিস্টান ও যুক্তরাষ্ট্রের ওপর লক্ষ্যভিত্তিক হামলা” হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, “আমাদের দেশে সহিংসতার এই মহামারি অবিলম্বে শেষ করতে হবে।”

স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) ব্যুরো। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিকই খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীর সহযোগী বা সহায়ক কারো উপস্থিতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন