Ridge Bangla

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের জন্য কেন্দ্র তালিকা আহ্বান করা হয়েছে। আগামী ৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে এ তালিকা পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি জুনিয়র বৃত্তি পরীক্ষার জেলা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৫ এর আলোকে উপজেলা বা থানা ভিত্তিক নির্বাচিত কেন্দ্র তালিকা আগামী ৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে অথবা controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।

এ তালিকা নির্দিষ্ট ছক মেনে পাঠাতে হবে। ছকে অবশ্যই জেলার নাম, কেন্দ্র তালিকা, ক্রমিক নম্বর, উপজেলা বা থানার নাম, নির্বাচিত কেন্দ্রের (প্রতিষ্ঠান) নাম, কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন, কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ থাকতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন