Ridge Bangla

বিক্ষোভ-অবরোধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। চালকদের এই অবরোধে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এরপর পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

চালকদের অভিযোগ, মহাসড়কে চলাচলের সময় তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ অন্যায়ের প্রতিবাদে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, চালকদের দাবি নিয়ে সোমবার পরিবহন নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন