Ridge Bangla

ইতিহাস গড়ল পবন কল্যাণের ছবি ‘দে কল হিম ওজি’

তেলুগু সুপারস্টার পবন কল্যাণ অভিনীত নতুন ছবি ‘দে কল হিম ওজি’ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। মুক্তির আগে প্রচারণা ছিল সীমিত, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তেমন কোনো আলোচনাও দেখা যায়নি। তবে মুক্তির প্রথম দিনেই ছবিটি রীতিমতো ইতিহাস গড়েছে।

প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৫৫ কোটি রুপি, যা পবন কল্যাণের ক্যারিয়ারে সর্বোচ্চ, সেই সঙ্গে এই বছরেরও সেরা ওপেনিং ডে কালেকশন। ভারতে ‘ওজি’র একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যা থেকে আয় হয়েছে ২০ কোটি ২৫ লাখ রুপি। এরপর প্রথম দিনে ভারতেই ছবিটি আয় করেছে ৭০ কোটি ৭৫ লাখ রুপি, ফলে কেবল ভারত থেকেই মোট আয় দাঁড়িয়েছে ৯১ কোটি রুপি।

অবশিষ্ট অর্থ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে, যেখানে উত্তর আমেরিকায় আয় হয়েছে ২৬ কোটি রুপি। এভাবে ‘ওজি’ প্রথম দিনের আয় দিয়ে পেছনে ফেলেছে একাধিক বড় হিট ছবিকে—যেমন ‘অ্যানিম্যাল’ (১১৬ কোটি), ‘জওয়ান’ (১২৮ কোটি), ‘লিও’ (১৪৩ কোটি) এবং ‘কুলি’ (১৫৩ কোটি)।

সুজিতের পরিচালিত ‘ওজি’ ছবিতে পবন কল্যাণের সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি, প্রিয়াঙ্কা মোহন, শ্রেয়া রেড্ডি, অর্জুন দাস এবং প্রকাশ রাজ। ছবিটি প্রচলিত তেলুগু সিনেমার চিত্রনাট্য, অ্যাকশন এবং ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

প্রথম দিনের এই অভূতপূর্ব সাফল্য প্রমাণ করছে, পবন কল্যাণের নতুন ছবি শুধু ভারতের দর্শক নয়, আন্তর্জাতিক সিনেমাপ্রেমীদের মধ্যেও বিপুল আগ্রহ তৈরি করেছে। ‘ওজি’ মুক্তির প্রথম দিনে যে সাফল্য দেখিয়েছে, তা স্পষ্টভাবে তার প্রভাবকে বহুগুণে বৃদ্ধি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন