Ridge Bangla

শাকিব খানের নায়িকা হবেন হানিয়া আমির!

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নায়িকা হবেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সূত্রের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি ঢাকায় আসার পর হানিয়া আমিরের উপস্থিতি ও বক্তব্যের কারণে সিনেমাপ্রেমীদের মধ্যে এই খবর ভাইরাল হয়।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে এসে হানিয়া আমিরকে উপস্থাপক জিজ্ঞাসা করেন, “শাহরুখ খান নাকি শাকিব খান কে আপনার পছন্দ?” এর উত্তরে হানিয়া বলেন, “আমার মনে হয় তোমরা শাকিব খানকে বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ।” এই ছোট্ট মন্তব্য থেকেই শুরু হয় গুঞ্জন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফেরেন শাকিব খান। এরপর তিনি অংশ নেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং-পূর্ব প্রস্তুতি কাজে। তবে, ‘সোলজার’ সিনেমায় হানিয়া আমির থাকবেন কি না এ বিষয়ে পরিচালক সাকিব ফাহাদ স্পষ্ট করে জানান, “আমাদের সিনেমায় হানিয়া আমির নেই।”

শাকিব খান একই সময় আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিংও শুরু করবেন। এই সিনেমার পরিচালকও নিশ্চিত করেছেন, তাদের সিনেমায় আপাতত কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যাবে না। ফলে, যদিও সামাজিক মাধ্যমে শাকিব-হানিয়া জুটিকে নিয়ে উৎসাহ ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বাস্তবে দুই অভিনেতার কোনো কাজ এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাপ্রেমীরা তাই এখন উন্মুখভাবে অপেক্ষা করছেন শাকিব খানের নতুন প্রজেক্টগুলোতে কারা নায়িকা হিসেবে থাকবেন তা দেখার জন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন