Ridge Bangla

যুক্তরাষ্ট্রের নৌ তৎপরতার পর ভেনেজুয়েলায় মিলিশিয়াদের সমাবেশ

ভেনেজুয়েলার সীমান্তে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি ও অভিযানের প্রেক্ষিতে দেশটিতে আবারও সক্রিয় করা হয়েছে ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনীকে। ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ বেসামরিক নাগরিকদের সমন্বয়ে এই বাহিনী গঠন করেন। সাম্প্রতিক মার্কিন বাহিনী বিশেষ অভিযানে অন্তত তিনটি নৌযান ধ্বংস করেছে, যেগুলো মাদকবাহী ছিল বলে তাদের দাবি। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো একে ঘোষণা ছাড়া যুদ্ধ বলে অবহিত করেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও বিষয়টিকে আক্রমণ হিসেবে বিবেচনা করে মিলিশিয়াদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। জানা গেছে, দেশটির রাজধানী কারাকাসের ২৩ দে এনরো এলাকায় হাজার হাজার প্রবীণ আবারও প্রশিক্ষণ শুরু করেছেন। অনেকের হাতে আগে কখনো অস্ত্র না উঠলেও এবার তারা দেশের জন্য লড়তে প্রস্তুতি নিচ্ছেন।

পেরালেস নামের এক প্রবীণ বলেন, “আমাকে যখনই ডাকবে, আমি সেবার জন্য প্রস্তুত। আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে।” এদিকে ওয়াশিংটন দাবি করছে, তাদের অভিযান কেবল মাদকবিরোধী কার্যক্রমের অংশ। তবে ভেনেজুয়েলা মনে করছে, এটি সরাসরি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধ ঘোষণার সমান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪১

আরো পড়ুন