Ridge Bangla

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত, আহত ১৩

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ জন সেনা সদস্য এবং গুইমারা থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়, হামলায় প্রাণ হারানোদের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে এবং আহত সেনা-পুলিশ সদস্যদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তদন্ত শেষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে ইতোমধ্যে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। একই সঙ্গে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সরকার শান্তিপূর্ণ উপায়ে এ সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন