Ridge Bangla

শারদীয় দুর্গোৎসবে কড়া নিরাপত্তা, দেশজুড়ে পুলিশ মোতায়েন ৭১ হাজার

শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সারাদেশে চলছে পূজার আয়োজন। এ বছর প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের সব মণ্ডপে মোট ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার শুরু থেকে এখন পর্যন্ত অল্প কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি, আনসার বাহিনী ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সদরদপ্তর জানায়, সম্প্রতি যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত স্থানীয় বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতি অনুযায়ী, ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সংঘটিত ৯টি ঘটনার মধ্যে তিনটিতে সাধারণ ডায়েরি (জিডি), ছয়টিতে মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে ছয়জন আসামি গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অটুট রাখতে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতা ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন