Ridge Bangla

শুভশ্রী নয়, ‘ধূমকেতু’-র নায়িকা হওয়ার কথা ছিল শ্রাবন্তীর

টলিউডের দর্শকপ্রিয় সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। এক দশক পর পর্দায় পুনরায় একসঙ্গে দেখা গেছে জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে, যা দর্শকের মধ্যে দারুণ উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

তবে সম্প্রতি জানা গেছে, এই সিনেমার মূল নায়িকা হিসেবে শুভশ্রীর বদলে কাজ করার কথা ছিল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছেন, “ওরা আমাকে নেয়নি। হঠাৎ করে আমাকে জানানো হয়েছিল। নিশ্চয়ই চরিত্রটা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত ছিল। তবে দেব-শুভশ্রী জুটির বিশাল ফ্যানবেস রয়েছে, এবং তাদের দু’জনকে একসঙ্গে দেখতে দর্শকরা খুব পছন্দ করেছেন। আমি নিজে ওই জুটির বড় ফ্যান।”

শ্রাবন্তী আরও যোগ করেছেন, “আমি বিশ্বাস করি, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এতে আমার কোনো অসুবিধা নেই। হয়তো আমাদের দিয়ে ততটা ভালো হতো না, আবার ভালোও হতে পারত।”

দেব এক সময় শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘বুনোহাঁস’ সিনেমায় অভিনয় করেছিলেন, যেখানে শ্রাবন্তীর অভিনয় প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘ধূমকেতু’-র রূপা চরিত্রের জন্যও শ্রাবন্তীর কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী।

দেব ও শুভশ্রী কেবল পর্দার নয়, বাস্তবেও এক সময় প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাদের সম্পর্ক ছিল টলিউডের ‘ওপেন সিক্রেট’। তবে মতবিরোধ ও ব্যক্তিগত কারণে তারা পরবর্তীতে আলাদা হয়েছেন। দশ বছর পর মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ সিনেমা কেবল তাদের জুটিকে নয়, বরং দর্শকদের নস্টালজিয়া ও উত্তেজনাও ফিরিয়ে এনেছে, যা টলিউডের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হয়ে রইল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন