Ridge Bangla

ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুকুট হারালেন থাই সুন্দরী সুফানি নইনোংথং

মুকুট জয়ের একদিনের মধ্যেই নিজের খেতাব হারালেন থাই সুন্দরী সুফানি নইনোংথং। গত ২০ সেপ্টেম্বর মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতায় মুকুট জেতার পরদিনই প্রতিযোগিতা কমিটি এক বিবৃতিতে জানায়, সুফানির মুকুট বাতিল করা হয়েছে। কমিটির মতে, সুফানির কার্যক্রম প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সুজন্য অর্জনের পর সুফানি প্রাচুয়াপ খিরি খানের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তার কিছু বিতর্কিত ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার করছেন, ই-সিগারেট টানছেন এবং খোলা পোশাকে নাচ করছেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ বছর বয়সী সুফানি স্বীকার করেছেন, করোনার সময় আর্থিক সংকটের কারণে তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি ‘Only Fans’ নামে একটি প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তবে তার মা বর্তমানে আর বেঁচে নেই। সুফানি এই ঘটনার জন্য অনুতপ্ত। তিনি বলেন, “এটি আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এর পুনরাবৃত্তি না ঘটে।”

এই বিতর্কের পর মুকুট বাতিল হলেও, সুফানি তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুনভাবে এগিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেছেন। এই ঘটনা থাইল্যান্ডের বিউটি পেজান্টের নিয়মনীতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে গণমাধ্যমে আলোচনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন