Ridge Bangla

১৬ কোটি বাজেটে ‘কান্তারা’, বিশ্বজুড়ে আয় ৩৫০ কোটি রুপি

রিষভ শেট্টির সিনেমা ‘কান্তারা’ এখনও দর্শকের মনে গভীর ছাপ ফেলে রেখেছে। মাত্র ১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ৩৫০ কোটি রুপি আয় করেছে। বলিউডের বাণিজ্যিক জগতে যেখানে বিপুল বাজেট, বিশাল সেট-পিস ও আড়ম্বর ছাড়া সাফল্য অর্জন প্রায় অসম্ভব মনে হয়, সেখানে ‘কান্তারা’ প্রমাণ করেছে যে খাঁটি গল্প বলার শক্তিই আসল।

সিনেমাটির সাফল্যের পর প্রিকুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ঘোষণা করা হয়েছে। এর পর থেকে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকে আশঙ্কা করছেন, এই গল্প কি ভবিষ্যতে আরও বড় কোনো মাল্টিভার্সের অংশ হতে চলেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে শেট্টিকে এই প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি। বরং রহস্যময় ভঙ্গিতে বলেন, “কান্তারার জগৎ অনেকটা গভীর কূপের মতো, এখনও অনেক কিছু অনাবিষ্কৃত রয়েছে।” তাঁর এ মন্তব্য জল্পনার জন্ম দিয়েছে, এবং ভক্তদের মধ্যে নানান তত্ত্ব ও আলোচনার উৎস তৈরি করেছে।

তবে এই সম্ভাবনাময় মাল্টিভার্স গড়ে তোলা সহজ কাজ নয়। প্রয়োজন ধারাবাহিকতা, সৃজনশীলতা এবং গল্প বলার দক্ষতা। এখন প্রশ্ন হলো, দর্শকের কাছে নতুন এই চ্যাপ্টার কেমন সাড়া দেয়। ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’-এর প্রতিক্রিয়া এবং বক্স অফিসের ফলাফলই নির্ধারণ করবে, নতুন এই জগৎ সত্যিই মহাবিশ্বে রূপ নেবে, নাকি এক রহস্যময় গল্প হিসেবে অনাবিষ্কৃত অবস্থায় থেকে যাবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন