ডেনমার্কের আকাশে ভর করেছে ড্রোন আতঙ্ক। দেশটির সর্ববৃহৎ সামরিক ঘাঁটি কারুপ এয়ারবেসসহ একাধিক স্থাপনার ওপরে ড্রোন উড়তে দেখা গেছে। তবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরে ডেনমার্ক ও এর আশপাশের দেশগুলোয় এ ধরনের ঘটনা ঘটছে, যা অঞ্চলটিকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে কারুপ ঘাঁটির উপরে কয়েক ঘণ্টা ধরে ড্রোন উড়তে দেখা যায়। এর ফলে সাময়িকভাবে ওই এলাকার আকাশসীমায় বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়। যদিও তখন কোনো বাণিজ্যিক ফ্লাইট নির্ধারিত না থাকায় কার্যক্রমে বড় প্রভাব পড়েনি।
ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, শুধু কারুপ নয়, একাধিক সামরিক স্থাপনার কাছেও ড্রোন উড়তে দেখা গেছে। তবে কোন ঘাঁটির আকাশে এসব ড্রোন ছিল তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এর আগের সপ্তাহে ডেনমার্কের বিভিন্ন বিমানবন্দরে ড্রোন আতঙ্কে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার কোপেনহেগেন বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বুধবার আবার অলবর্গ ও বিলুন্ড বিমানবন্দরেও একই অবস্থা সৃষ্টি হয়।
ডেনিশ কর্তৃপক্ষ বলছে, এসব কর্মকাণ্ড হয়তো “হাইব্রিড আক্রমণ” হতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো দেশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।