Ridge Bangla

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের নামুজা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাকিব হাসান (১৮) ও তানভীর হোসেন (১৮)। তারা দু’জনই স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দ্রুতগতির একটি মোটরসাইকেলে করে দু’জন বাইপাস সড়ক দিয়ে নামুজা এলাকায় যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তানভীরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও সহপাঠীদের মধ্যে। স্থানীয়রা জানান, রাকিব ও তানভীর দুজনেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন