হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আয়োজন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপন ব্যক্তিগত এস্টেটে। এই হাই-প্রোফাইল অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই বিনোদন জগতে চলছে ব্যাপক আলোচনা।
বিয়ের স্থান ও সাজসজ্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতেই নজর কাড়ছে। সেখানে আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন এবং চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্টসহ এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা হয়েছে।
তারকা দম্পতি গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। অতিথিদের সঠিক ভেন্যু জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসের মাধ্যমে তাদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হবে। এই বিশেষ দিনে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত থাকবেন।
উক্ত আয়োজনে টেলর সুইফট, প্যারিস হিলটন, মার্টিন শর্ট, অ্যাশলে পার্কসহ অনেক সেলিব্রিটি উপস্থিত থাকবেন। এ জন্য অতিথিদের সুবিধার জন্য এল এনকান্টো হোটেল বুক করা হয়েছে, যেখানে এক রাতের রুম ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলার।
বিয়ের আগের রাতে ইতিমধ্যেই রিহার্সেল ডিনার অনুষ্ঠিত হয়েছে। আজকের মূল অনুষ্ঠানে সেলেনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুদের ব্রাইডসমেড হিসেবে দেখা যাবে। তবে বিয়েতে সেলেনা ও বেনি কোন পোশাক পরবেন, তা এখনও গোপন রাখা হয়েছে।