Ridge Bangla

সারাদেশে পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বছর সারা দেশে ৩৩ হাজারেরও বেশি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। র‍্যাব জানায়, রাজধানীতে ৯৪টি ও সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন থাকবে। টহল, বিশেষ চেকপোস্ট ও পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা তদারকিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

পুলিশের আইজিপি বাহারুল আলম জানান, পূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে না পারে সে জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই ভক্তরা নির্বিঘ্নে পূজা করতে পারবেন, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে। বিজিবি জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় তাদের ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে দুই লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তায় থাকবেন। আজ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী পূজা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ২ অক্টোবর শেষ হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন