Ridge Bangla

প্রেমিকের সাথে স্ত্রী উধাও, স্বামীর জেদে হেলিকপ্টারে নববধূ এনে বাজিমাত

একজন সার্ভেয়ারের রাজকীয় কাণ্ড নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি। কথায় আছে, “পুরুষ রাগে হয় বাদশা”—এ কথা যেন হুবহু মিলে যায় কামাল হোসেনের সঙ্গে। দেড় মাস আগে পরকীয়া প্রেমে জড়িয়ে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় চরম ক্ষুব্ধ হন তিনি। সেই অভিমান থেকেই সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারে করে নতুন বিয়ে করেন এবং নববধূকে ঘরে তুলে আনেন। ব্যতিক্রমী এই বিয়ের ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও আলোচনার ঝড় তোলে।

স্থানীয়রা জানান, প্রায় দশ বছর আগে কামাল হোসেন বিয়ে করেছিলেন সাথী আক্তার নামের এক নারীকে। তাদের ঘরে জন্ম নেয় দুই সন্তান। তবে হঠাৎ করেই গত ১০ আগস্ট, বিবাহিত এক যুবকের হাত ধরে ঘর ছেড়ে পালান সাথী। পরে জানা যায়, তিনি স্বেচ্ছায় কামালকে তালাকও দিয়েছেন। হঠাৎ ভাঙা সংসারের আঘাতে মুষড়ে না পড়ে বরং জেদে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন কামাল।

শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে তিনি রওনা দেন নতুন কনের বাড়ির উদ্দেশ্যে। সব আনুষ্ঠানিকতা শেষে বিয়ে করে ফিরেও আনেন নববধূকে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে কামাল বলেন, “আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার অর্থবিত্তের কোনো ঘাটতি ছিল না, তবে কাজের কারণে বেশি সময় বাইরে থাকতাম। আগস্টে হঠাৎ স্ত্রী ঘর ছেড়ে যায়। পরে জানতে পারি সে মুন্না নামের এক যুবকের সঙ্গে পালিয়েছে। তখনই সিদ্ধান্ত নিই, ভেঙে পড়ব না—বরং নতুনভাবে শুরু করব।”

তিনি আরও যোগ করেন, “সবকিছু জানার পরও আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়। সন্তানদের দায়িত্ব নিতে সেও আগ্রহ প্রকাশ করে। তাই তাকে চমক দিতে হেলিকপ্টার ভাড়া করি। আজ আল্লাহর রহমতে নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।”

এদিকে হেলিকপ্টারে চড়ে বরের আগমন দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় জমায়। অনেকেই বলছেন, ভেতরের দুঃখ-আঘাত ভুলে সাবেক স্ত্রীকে বার্তা দিতেই এ রকম রাজকীয় আয়োজন করেছেন কামাল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন