Ridge Bangla

রাষ্ট্র যদি গানকে গুরুত্ব না দেয়, শিল্পীর কিছু করার থাকে না: সাবিনা ইয়াসমিন

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সম্প্রতি রাষ্ট্রের সংগীত নিয়ে ভূমিকা এবং শিল্পীদের প্রতি সম্মান নিয়ে তার আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রনেতারা যদি গানকে গুরুত্ব না দেন বা শিল্পীদের কদর না করেন, তবে শিল্পীদের জন্য তেমন কিছু করার থাকে না। জোর করে ভালোবাসা আদায় করা যায় না।

গত মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় সাবিনা ইয়াসমিন বলেন, “অনেক গুণী শিল্পী রাষ্ট্রের অবহেলার শিকার হয়েছেন। জীবিত অবস্থায় যদি সম্মাননা না দেওয়া হয়, মরে গিয়ে তা পাওয়া ততটা কার্যকর হয় না। রাষ্ট্রের উচিত শিল্পীদের প্রতি যথাযথ মর্যাদা প্রদানের ব্যবস্থা করা।” তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, “লতা মঙ্গেশকরের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নিজে প্রণাম করেছেন। সেখানে শিল্পীদের প্রতি সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত। কিন্তু বাংলাদেশে তা দেখা যায়নি। সুবীর নন্দী, এন্ড্রু কিশোরসহ অনেক বড় শিল্পী চলে গেছেন, অথচ তাঁদের গান আর্কাইভ করার উদ্যোগ নেই।”

সাবিনা ইয়াসমিন আরও বলেন, “ফরিদা পারভীনের মতো শিল্পী নিভৃতে চলে গেছেন। তাঁদের রেখে যাওয়া শিল্প সংরক্ষণের ব্যবস্থা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হতো। আমাদের দেশে এ ধরনের উদ্যোগ নেই।”

তিনি শিল্পীদের রয়্যালটি ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “অনেকে দেশে যেমন রয়্যালটি পান, তা শিল্পী ও তাঁদের পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়। আমাদের দেশে তা নেই। থাকলে শিল্পীরা আর্থিকভাবে ভালো থাকতেন।”

এ ছাড়া, সাবিনা ইয়াসমিন কনকচাঁপার মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, সামাজিক মাধ্যমে শিল্পীদের মৃত্যু নিয়ে অনাকাঙ্ক্ষিত নেতিবাচক মন্তব্য তাদের মানসিকভাবে আঘাত করে। সাবিনা ইয়াসমিন মনে করেন, রাষ্ট্রের সঠিক ভূমিকা ও মর্যাদা ছাড়া শিল্পীর অবদান পুরোপুরি মূল্যায়ন সম্ভব নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন