Ridge Bangla

তাহসানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ

সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, “এই হচ্ছে আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে সবাই আমাকে ভুলে যাবে।” এই মন্তব্যে তার দীর্ঘদিনের ভক্তরা বিস্মিত ও হতাশ হয়েছেন। তবে এ ঘোষণার পরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই গায়ক।

এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানকে ঘিরে আলোচনা তুঙ্গে। ব্যক্তিজীবন, পেশাগত সিদ্ধান্ত ও মন্তব্যের কারণে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ। অস্ট্রেলিয়া সফরের কনসার্টে তিনি জানান, ধাপে ধাপে সঙ্গীত থেকে অবসর নিতে চান। তিনি বলেন, “আমি চাই, আমার কাজগুলো বেঁচে থাকুক, আমি না থাকলেও।”

সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করার পরও আলোচনার জন্ম দিয়েছে। কেউ শুভেচ্ছা জানালেও অনেকেই রোজার চেহারা, অতীত জীবন ও সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বিশিষ্ট অভিনেত্রী অরুণা বিশ্বাস রোজাকে “আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র নারী” হিসেবে প্রশংসা করেছেন, আর লেখিকা তসলিমা নাসরিন প্রশ্ন তুলেছেন, “তাহসান কী জিতে গেলো?” এটি সামাজিক বিচার এবং নারীর ‘লুক’-কে কেন্দ্র করে হওয়া সমালোচনার প্রতি ইঙ্গিত।

একটি সম্প্রতি অনুষ্ঠানে তাহসান ও প্রাক্তন স্ত্রী মিথিলা সাইবার বুলিং প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন। তাহসান বলেন, “নেগেটিভ কমেন্টগুলো এখন একধরনের মানসিক রোগ হয়ে গেছে।” তাহসানের সঙ্গীত থেকে অবসরের সিদ্ধান্ত, নতুন সম্পর্ক এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রবণতা সবকিছুই তাকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। এ নিয়ে প্রশ্ন উঠছে, একজন শিল্পী কতটা ব্যক্তিস্বাধীনতা ভোগ করতে পারেন এবং ব্যক্তিগত জীবনের এই ধরনের খোলামেলা বিচার কতটা গ্রহণযোগ্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন