Ridge Bangla

শানাকাকে কেন রান আউট দেওয়া হলো না?

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে সুপার ওভারে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা স্পষ্টভাবে ক্রিজের বাইরে থাকলেও রান আউট থেকে বেঁচে যান। ঘটনাটি ঘটে সুপার ওভারের চতুর্থ বলে। ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং ইয়র্কার মারেন, যা শানাকা খেলতে পারেননি। বল চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউট আবেদন করেন। তখন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল প্রথমে শানাকাকে আউট দেন।

অল্প সময়ের মধ্যেই শানাকা ক্রিজ থেকে অনেক দূরে চলে যান, স্যামসন স্টাম্প ভাঙেন এবং অনেকেই মনে করেন এটি রান আউট। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী, যেকোনো ব্যাটারকে আউট ঘোষণা করার পর ডেলিভারিটি ‘ডেড বল’ হয়ে যায়। অর্থাৎ, যেকোনো ঘটনা—যেমন রান নেওয়ার চেষ্টা ডেলিভারিটির পর আর গণনা করা হয় না।

শানাকা রিভিউ নেন এবং দেখা যায়, বল ব্যাটে লাগেনি, ফলে ক্যাচ আউট বাতিল হয়। কিন্তু যেহেতু ডেলিভারিটি ইতিমধ্যেই ডেড, তাই রান আউটও আর গণ্য হয়নি। আইসিসি আইনের ধারা ২০.১.১.৩ অনুযায়ী, আম্পায়ারের আউট ঘোষণা দিলে বল সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায়, এবং পরে সিদ্ধান্ত উল্টানো হলেও সেই ডেড বলের অবস্থা পরিবর্তিত হয় না।

ফলস্বরূপ, শানাকা সুপার ওভারে বেঁচে যান। পরে ভারত ২ উইকেট হারিয়ে মাত্র দুই রান তাড়া করে প্রথম বলেই জয় নিশ্চিত করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৮

আরো পড়ুন