ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এসব দেশের স্বীকৃতি দানকে আখ্যায়িত করেছেন “লজ্জার দাগ” হিসেবে। তার মতে, এ ধরনের পদক্ষেপ বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে, “ইহুদিদের হত্যা করলে পুরস্কার মেলে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তার বক্তব্যের সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধি বিক্ষোভস্বরূপ ওয়াকআউট করেন, ফলে সম্মেলন কক্ষের বড় অংশ খালি হয়ে যায়। বাইরে নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে দেশটির ওপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশ এই সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
ভাষণের শুরুতে নেতানিয়াহু একটি মানচিত্র প্রদর্শন করেন, যার শিরোনাম ছিল “দ্য কার্স” (অভিশাপ)। তিনি দাবি করেন, এতে মধ্যপ্রাচ্যে ইরানের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর অবস্থান দেখানো হয়েছে। এরপর তিনি গত এক বছরে ইসরায়েলের সামরিক অভিযানের কথা তুলে ধরেন, যা লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, গাজায় হামাস ও সরাসরি ইরানের বিরুদ্ধে।
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে ধন্যবাদ জানান, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় জুন মাসে বোমা হামলা চালানোর জন্য। তিনি হামাসের ৭ অক্টোবর ২০২৩ সালের ইসরায়েল আক্রমণের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার তুলনা করেন এবং বলেন, উভয় দেশ একই শত্রুর বিরুদ্ধে লড়ছে।