Ridge Bangla

কন্যা সন্তানের মা হলেন রিহানা

ক্যারিবিয়ান গায়িকা রিহানা ও মার্কিন র্যাপার এএসএপি রকি তাদের সংসারে তৃতীয় সন্তানের আগমন জানিয়েছেন। দুই ছেলের পর এবার তারা কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিহানা নিজের ইনস্টাগ্রাম পোস্টে এ সুখবর জানান। তিনি উল্লেখ করেন, তাদের কন্যা সন্তান জন্ম নিয়েছে ১৩ সেপ্টেম্বর। নবজাতকের নাম রাখা হয়েছে রকি আয়রিশ মেয়ার্স। পরিবারের প্রতিটি সন্তানের নামের প্রথম অক্ষর ‘আর’ দিয়ে রাখার ঐতিহ্য বজায় রেখেছেন রিহানা ও রকি।

এই দম্পতির প্রথম সন্তান রজা বর্তমানে তিন বছর বয়সী এবং দ্বিতীয় সন্তান রিওট দুই বছর বয়সী। তৃতীয় সন্তানের আগমনকে উদযাপন করে ভক্তরা তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। রিহানা চলতি বছরের মে মাসে ২০২৫ মেট গালা অনুষ্ঠানে গর্ভাবস্থার খবর প্রকাশ করেছিলেন। সেই আয়োজনে তিনি কালো ক্রপড উলের জ্যাকেট, উল বস্টিয়ার বডিস্যুট এবং কালো পিনস্ট্রাইপ স্কার্ট পরে হাজির হন। এরপর থেকে বিভিন্ন রঙিন ও দামী পোশাকে ফ্যাশনেবল গর্ভাবস্থার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি তিনি বেলজিয়ামে ‘স্মাফার’ সিনেমার প্রিমিয়ারে শিয়ার বেবি-ব্লু বেবি-ডল সেটে হাজির হয়ে সকলের নজর কাড়েন। রিহানা ও এএসএপি রকির পরিবারের এই নতুন সদস্য ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ সৃষ্টি করেছে। তাদের কন্যা সন্তানকে ঘিরে সামাজিক মাধ্যমেও শুভেচ্ছা ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। রিহানা ও রকি তাদের পরিবার ও ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও সন্তানের প্রতি যত্নশীল থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ভক্তরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন