Ridge Bangla

নতুন কুঁড়ি চালু হওয়ায় বিটিভি ও তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানালেন সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নতুন কুঁড়ি অনুষ্ঠান পুনরায় চালু হওয়ায় বিটিভি ও তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা জানান। তিনি লিখেছেন, নতুন কুঁড়ি আবার চালু করার জন্য তথ্য মন্ত্রণালয় এবং বিটিভি-কে তিনি বড় ধন্যবাদ জানাচ্ছেন। এই অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তের কিশোর-কিশোরীদের অনুপ্রাণিত করবে এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় এই কাজে সামান্য সহযোগিতা করতে পেরে আনন্দিত। পাশাপাশি সারাদেশের জেলা প্রশাসনকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তিনি জানান, এ ধরনের উদ্যোগ কিশোর-কিশোরীদের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে কাজ করে। তিনি লেখেন, “গুড জব, বিটিভি অ্যান্ড মিনিস্ট্রি অব ইনফরমেশন।”

এর আগে ‘নতুন কুঁড়ি’ টেলিভিশনে দেশের কিশোরদের নানাবিধ প্রতিভা ও কর্মসূচি তুলে ধরত। সম্প্রতি বিটিভি এটিকে আবার সম্প্রচার শুরু করেছে। সংস্কৃতি উপদেষ্টার এই ধন্যবাদবাণী মূলত অনুষ্ঠানটির গুরুত্ব এবং কিশোরদের জন্য প্রেরণার ভূমিকাকে তুলে ধরে। প্রসঙ্গত, বিটিভি ও তথ্য মন্ত্রণালয় এই ধরনের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান চালু রাখার মাধ্যমে কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিশেষ অবদান রাখছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন