Ridge Bangla

থালাপতি বিজয়ের সভায় পদদলিত হয়ে নিহত ৩৬ জন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাত ৯টা পর্যন্ত প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং রোববার ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কারুরের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” একইভাবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করে দলের কর্মীদের দুর্ঘটনাস্থলে গিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের বক্তৃতা শোনার সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকেই তাকে কাছে থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু করেন। উদ্যোক্তারা এত মানুষের সমাগম হবে তা অনুমান করতে পারেননি। হঠাৎ ঠেলাঠেলিতে কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন, শিশুদের মধ্যে কয়েকজন জ্ঞান হারায়। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে বড় জনসমাগমে পদপিষ্টের ঘটনা নতুন নয়। গত বছর হায়দরাবাদে একটি সিনেমার প্রিমিয়ারে একইভাবে প্রাণহানি ঘটেছিল। এবারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো তামিলনাড়ুতে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন