Ridge Bangla

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বাণিজ্য কো-অর্ডিনেটরের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খান দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের সিমেন্ট খাতের মূল কাঁচামাল—বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণকাজে ব্যবহৃত স্টোন—আমদানিনির্ভর। এ খাতে দেশের চাহিদা বছরে প্রায় ৫০ মিলিয়ন টন। তাই এ খাতে আমদানি বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও নিবিড় সম্পৃক্ততা প্রয়োজন।

এহসান আফজাল খান বৈঠকে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়াতে উভয়পক্ষকেই সক্রিয় হতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন