Ridge Bangla

এস আলমের শীর্ষ তিন কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ

ঢাকার একটি আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা যোগসাজশ করে ‘এএম ট্রেডিং’ নামে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে জাল কাগজপত্র ব্যবহার করেন এবং ঋণের নামে ১০৪ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেন।

পরবর্তীতে সাইফুল আলম ওই অর্থ এস আলম সুপার ইডিবল ওয়েল-এর স্বার্থে স্থানান্তর ও রূপান্তর করেন, যার পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা।

তদন্ত চলাকালে তারা বিদেশে পলাতক থাকায় গ্রেপ্তার সম্ভব হয়নি। এতে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইন্টারপোলের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন