Ridge Bangla

যুক্তরাষ্ট্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইন্তেখাব দিনার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্যের পরিধি ছুঁলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। ফেস্টিভ্যালে ছবিটি দুটি বিভাগে পুরস্কার অর্জন করেছে। এতে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্তেখাব দিনার, আর সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন বিজন ইমতিয়াজ। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক আরিফুর রহমান।

ছবিটি ১৭ মিনিট দৈর্ঘ্যের। চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন, এবং গল্পের বিকাশে নুহাশের সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন ইমতিয়াজ। প্রযোজনা করেছে গুপী বাঘা, লং স্টোরি এবং স্ক্রিনস্কোপ প্রোডাকশনস। ছবিতে ‘কাশেম’ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। এছাড়া অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু এবং তনুশ্রী কারকুন। সিনেমার কাহিনিতে উঠে এসেছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

অর্জন প্রসঙ্গে পরিচালক বিজন ইমতিয়াজ বলেন, “কিছু অভিনেতা চরিত্রে ধীরে ধীরে ডুবে যান মেথড অ্যাক্টরের মতো, আবার অনেকে মুহূর্তেই চরিত্রে ঢুকে পড়তে পারেন। দিনার ভাই দ্বিতীয় ধরনের অভিনেতা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি তার সঙ্গে কাজ করতে পেরে। এই সিনেমায় তার অভিনয় প্রশংসার যোগ্য, আর পুরস্কারও সে প্রাপ্য।”

ফেস্টিভ্যালে এই সাফল্য ইন্তেখাব দিনার এবং সমগ্র ক্রিয়েটিভ টিমের জন্য এক বিশাল অর্জন। দর্শক ও সমালোচকের প্রশংসা মিলিয়ে, এটি বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক ক্ষেত্রে আরও এক গৌরবময় পদচিহ্ন হিসেবে চিহ্নিত হলো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন