Ridge Bangla

জাতীয় পুরস্কার উৎসর্গ করলেন রানি মুখার্জি

বলিউডে উৎসবের আমেজ চলছে। সম্প্রতি কিং খান শাহরুখ খান ও রানি মুখার্জি জীবনের প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। শাহরুখ খান যেমন বহু প্রতীক্ষিত এই সম্মান পান, তেমনি রানি মুখার্জি পেয়েছেন জীবনের প্রথম জাতীয় পুরস্কার। পুরস্কার গ্রহণের মুহূর্তে রানি তা নিজের প্রয়াত বাবা-মায়ের প্রতি উৎসর্গ করেছেন।

এ প্রসঙ্গে রানি বলেন, “আমার ৩০ বছরের ক্যারিয়ারে পাওয়া এই জাতীয় সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি। আমি এই সম্মান আমার বাবাকে উৎসর্গ করতে চাই। তিনি সারাজীবন এই মুহূর্তের অপেক্ষা করেছেন। আজকের দিনে তার কথা খুব মনে পড়ছে এবং আমি বিশ্বাস করি, আমার বাবা আমার সঙ্গে রয়েছেন। পাশাপাশি আমার মা যিনি আমাকে সর্বদা সাহস দিয়েছেন, তার শক্তি আমাকে চালিত করেছে এবং দর্শকদের এমন একটি ছবি উপহার দিতে সাহায্য করেছে।”

এর আগে রানি গণমাধ্যমে বলেন, “‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার অভিনয়কে জাতীয় পুরস্কার দেওয়ায় আমি খুবই খুশি এবং গর্বিত। ৩০ বছরের অভিনয় জীবনে এটি আমার প্রথম জাতীয় সম্মান। আমি ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারক, ছবির পরিচালক অসীমা ছিব্বর, প্রযোজক নিখিল আদভানি, মণীশা এবং মধুকে। দর্শকদের ভালোবাসা না থাকলে এ অর্জন সম্ভব হতো না।”

রানি আরও যোগ করেন, “আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাই বিশ্বের সব মায়েদের প্রতি, যারা নিজের সন্তানের জন্য লড়াই করছেন ও আত্মত্যাগ করছেন। দর্শকদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমার ৩০ বছরের অভিনয় জীবন সফল হতো না।” রানি মুখার্জির এই আবেগঘন মুহূর্ত সত্যিই বলিউড প্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন স্মৃতির অংশ হয়ে থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন