Ridge Bangla

ডেনমার্কে বিমানবন্দরে ড্রোন আতঙ্ক, ‘পেশাদার হামলা’ হওয়ার আশংকা

ডেনমার্কের একাধিক বিমানবন্দরে ড্রোনের উপস্থিতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী এটিকে পেশাদার হামলার ইঙ্গিত হিসেবে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে রাশিয়ার সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলবর্গ বিমানবন্দরের আকাশে সবুজ আলোসহ ড্রোন দেখা যাওয়ার পর কয়েক ঘণ্টা বিমানবন্দর বন্ধ রাখা হয়। একই দিনে কিছু সময়ের জন্য বিলুন্ড বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আরও তিনটি ছোট বিমানবন্দরেও ড্রোন দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে সোমবার কোপেনহেগেন বিমানবন্দরেও ড্রোন অনুপ্রবেশের কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পলসেন সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনাকে একটি “হাইব্রিড হামলা” হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মতে, এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং “একটি পরিকল্পিত ও ধারাবাহিক অপারেশনের অংশ”। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ডিভাইসগুলো স্থানীয়ভাবে উড়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেনমার্কের কর্তৃপক্ষ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৬

আরো পড়ুন