Ridge Bangla

নিরপেক্ষ নির্বাচন ছাড়া বিকল্প নেই: ডা. ডোনার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনো বিকল্প প্রক্রিয়ায় নয়, কেবল নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হতে হবে। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কোনো বিশেষ পদ্ধতি বা অন্য কোনো প্রক্রিয়ায় নির্বাচন মেনে নেওয়া হবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

ডা. ডোনার বলেন, “নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। পুরো জাতি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। পিআর পদ্ধতি কিংবা অন্য কোনো বিকল্পের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার এসব কোনোভাবেই হবে না।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সব সময় যোগ্য, সৎ ও স্বচ্ছ প্রার্থীকে অগ্রাধিকার দেবে। গত ১৭ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের জীবনে দুর্নীতির ছায়া নেই, তাদেরই বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহব্বত হোসেন।

তিনি আরও বলেন, “বিএনপির লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অটল।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন