জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকির জন্য গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠিত হয়েছে। পুনর্গঠিত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে। এর ফলে ৭ সদস্যের পরিবর্তে বর্তমানে কমিটিতে সদস্য রয়েছেন ৬ জন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি প্রথমবারের মতো ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছিল।
বর্তমানে পুনর্গঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব আছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম সদস্য হিসেবে রয়েছেন।
এছাড়া, পূর্বের মতোই কমিটির সদস্য পদে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।