Ridge Bangla

এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন বিবেচনা করা হচ্ছে: স্বাস্থ্য শিক্ষার ডিজি

প্রার্থীদের মেধা, বুদ্ধিমত্তা এবং মানবিক গুণাবলীকে প্রাধান্য দিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়াও এ বছর ভর্তি পরীক্ষা কিছুটা এগিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে বিদ্যমান পদ্ধতিতে সিঙ্গেল বেস্ট এমসিকিউ রিকল প্রশ্নপত্রে মুখস্থ বিদ্যা প্রাধান্য পেয়ে থাকে। এর পাশাপাশি প্রার্থীদের মেধা, মননশীলতা, মানবিকতা, বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণী ক্ষমতা যাচাই করার বিষয়টি যুক্ত করা নিয়ে বিশেষজ্ঞ এবং অংশীজনদের সাথে পরামর্শ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

ডা. নাজমুল হোসেন বলেন, চিকিৎসক হওয়ার জন্য মেধার পাশাপাশি মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা ও বুদ্ধিমত্তা জরুরি। চিকিৎসা পেশা অন্য সব পেশা থেকে আলাদা। এই পেশায় মেধা ও বুদ্ধিমত্তার পাশাপাশি মানবিকতা, যোগাযোগ দক্ষতাসহ নানা গুণাবলী থাকতে হয়।

তিনি আরও জানান, প্রার্থীদের এনালাইটিক্যাল অ্যাবিলিটি, এটিচ্যুড এবং নন-কগনিটিভ স্কিল যাচাইয়ের বিষয়টি যুক্ত করার জন্য বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়েছেন। তবে বিদ্যমান সিঙ্গেল বেস্ট এমসিকিউ পরীক্ষা পদ্ধতিতে বিষয়টি সহজ নয় বলে ধীরে ধীরে এই পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শিগগিরই বিএমডিসি, মন্ত্রণালয় এবং অধিদপ্তর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোন সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে যাতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রস্তুতির পর্যাপ্ত সময় পান।

এ বছর ভর্তি পরীক্ষার মোট নম্বরের ১০ থেকে ২০ শতাংশ প্রশ্নে এ ধরনের পরিবর্তন আনা এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের সুপারিশ দিয়েছেন বিশেষজ্ঞগণ। গত সেশনে ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হলেও আসন্ন জাতীয় নির্বাচনের (ফেব্রুয়ারি) কথা বিবেচনা করে এবার তা ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

প্রশ্ন ফাঁসের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁস বা গুজব সংক্রান্ত কোনো খবর পেলে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা অথবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ডা. নাজমুল হোসেন বলেন, সেরা চিকিৎসক তৈরির জন্য একটি সুষ্ঠু ভর্তি পরীক্ষার আয়োজন শুধু বিএমডিসি বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাজ নয়, বরং জাতীয় স্বার্থে এটি সবার দায়িত্ব। এ জন্য তিনি চিকিৎসক, সুশীলসমাজ, সংবাদমাধ্যমসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৩

আরো পড়ুন