বলিউডের চিরকুমার বলা হয় সালমান খানকে। ৫৯ বছর বয়সী এই তারকা এখনও অবিবাহিত থাকলেও ইন্ডাস্ট্রিজে আলোচিত ব্যক্তিত্ব। সম্প্রতি একটি টেলিভিশন শোতে এসে প্রেম ও সম্পর্ক ভাঙনের কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি, যা আবার তার ব্যক্তিজীবন নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান। সেখানে তিনি প্রকাশ করেন, বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছা আছে। নায়ক বলেন, ‘এক থা টাইগার’ ছবির সময় সত্যিই মনে হয়েছিল, তার যদি একটি সন্তান থাকত। তিনি যোগ করেন, “সন্তান নেওয়ার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ। যেকোনো সময় বাবা হতে পারি; তা তাড়াতাড়ি হতে পারে, আবার কিছুটা পরে। তবে নিশ্চিতভাবেই সন্তানের বাবা হবই।”
শোতে সালমান দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার কারণও তুলে ধরেন। তিনি বলেন, ‘যখন দুজন মানুষের মধ্যে একজন অন্যের তুলনায় বেশি সফল হয়ে যায়, তখন সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতার শিকার হয়। সম্পর্কের ভাঙনের দায় নিজেকেই নিতে হবে—যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয়, দোষ দিতে চাইলে তা আমাকেই দিতে হবে।’
এই নায়ক মনে করেন, সম্পর্কের মধ্যে দুজনেরই একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত এবং কেউ যেন কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়। ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন ছিল, তবে কোনো সম্পর্কই চূড়ান্ত সাফল্য পায়নি। এবার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি আবারও নিজের ব্যক্তিজীবন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।