Ridge Bangla

টম ক্রুজ যা বলবে, আমি তা-ই করব: আমিশা প্যাটেল

বলিউডের প্রাক্তন সেনসেশন আমিশা প্যাটেল আবারও খবরের শিরোনামে। তিনি ‘কহে না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং শীঘ্রই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। তবুও প্রেম ও ব্যক্তিজীবনকে ঘিরে আমিশা কখনোই মিডিয়ার নজর থেকে দূরে থাকেননি।

শোনা যায়, বলিউডের অনেক বড় নায়ক একসময় আমিশার প্রেমে মজেছিলেন। তবে তিনি সব সময় নিজের মতো জীবন যাপন করেছেন এবং কারও প্রেমে সহজেই পড়েননি। বর্তমানে পঞ্চাশে পা রাখলেও তিনি এখনও অবিবাহিত। এবার আমিশা প্রকাশ্যে জানালেন সেই নায়কের নাম, যার জন্য তিনি এক রাত কাটাতেও প্রস্তুত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আমিশা স্কুল জীবন থেকেই হলিউড অভিনেতা টম ক্রুজের অন্ধভক্ত। ঘরের দেয়াল ও ডায়েরিতে টমের ছবি রাখতেন এবং সুযোগ পেলেই তার সিনেমা দেখতেন। এক সাক্ষাৎকারে আমিশা বলেন, “আমি প্রথম থেকেই টম ক্রুজের ফ্যান। ওকে ছাড়া অন্য কোনো নায়ককে এত ভালোবাসি না। টম আমাকে যা বলবে, আমি তাই করব। এমনকি এক রাতের জন্য ওর শয্যাসঙ্গিনী হতে আমার কোনো আপত্তি নেই। আমি সত্যিই টম ক্রুজকে এতটা ভালোবাসি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন