Ridge Bangla

ববির নতুন সিনেমা ‘তছনছ’ এর শুটিং শুরু

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অস্ট্রেলিয়া থেকে ফিরে নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিং শুরু করেছেন। শুটিং শুরু হয়েছে রাজধানীর বিএফডিসিতে, আর বর্তমানে টাঙ্গাইলে চলছে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যধারণ। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক বদিউল আলম খোকন।

এই সিনেমায় ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। এক চরিত্রে তিনি একজন সহজ-সরল তরুণী হিসেবে উপস্থিত হবেন, আর অন্য চরিত্রে একজন প্রতিবাদী রূপে দর্শকের সামনে আসবেন। ববি নতুন এই অভিজ্ঞতা নিয়ে বলেন, “এর আগে বিভিন্ন ধরনের চরিত্রে বড় পর্দায় হাজির হয়েছি। এবার ভিন্ন একটি গল্পে দর্শক আমাকে দেখবেন। প্রতিনিয়ত দারুণ অভিজ্ঞতা হচ্ছে, কারণ দুটি চরিত্রই একেবারে আলাদা। গল্পটিও খুব ভালো, তাই সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। আশা করি দর্শকরা ভালো কিছু পাবেন।”

ববিকে সর্বশেষ দেখা গেছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায়, যা গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও কয়েকটি সিনেমা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি শেষ করেছেন কে এ নিলয়ের ‘বউ’ ও অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ সিনেমার কাজ।

‘তছনছ’ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন মুন্না খান, যার সঙ্গে তাদের জুটি এই ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। এই সিনেমা ববির জন্য কেবল নতুন চরিত্রের নয়, বরং অভিনয় জীবনে নতুন চ্যালেঞ্জও বটে। দ্বৈত চরিত্রে অভিনয় করা, দুই ভিন্ন রূপের মধ্যে পার্থক্য ফুটিয়ে তোলা দর্শকদের জন্য আরও আকর্ষণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন