Ridge Bangla

চট্টগ্রামে সিআরবির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র কয়েক মিনিটেই তা বস্তির ঘিঞ্জি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি কাঁচাপাকা ঘর।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। ঘরগুলো বেশিরভাগই কাঁচা ও একে অপরের খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তার আগেই পুড়ে যায় ঘরগুলোর সব কিছু।

ফায়ার সার্ভিস জানায়, দৌড়ঝাঁপ ও দ্রুত কাজ করায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন