Ridge Bangla

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত যুবক আটক

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়ের ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ধানমন্ডি থানার আওতাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল (২৩) রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

রাত দেড়টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে প্রাইভেটকার পার্কিং করায় আশরাফুল নামে এক যুবক রসিদ দেখিয়ে গাড়ির মালিকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির ভেতর থেকে মালিক তাকে চাঁদা চাওয়ার কারণ জানতে চাইলে আশরাফুল বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” পরে নাম জানতে চাইলে তিনি বলেন, “নাম দিয়া কী হইবো?”

পরে ভিডিওটি ভাইরাল হয়ে গেলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন