Ridge Bangla

ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। এ সময় ভারতের প্রতি তীব্র সমালোচনা করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী করাই সবার লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বাস্তবে ভারত আমাদের শিক্ষার্থীদের কার্যকলাপ নিয়ে আপত্তি জানাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের মৃত্যুর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে।

ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেন, ভারতীয় সংবাদমাধ্যম থেকে বাংলাদেশের বিষয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত ক্ষতিকর। এমনকি এসব খবরে তালেবানের প্রসঙ্গ টেনে এনে তার বিরুদ্ধেও অযৌক্তিক অভিযোগ আনা হয়েছে। রসিকতা করে তিনি বলেন, “আমাকে তালেবান বলা হয়েছে, অথচ আমার তো দাড়িই নেই, বাড়িতে রেখে এসেছি।”

সার্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সদস্য দেশগুলোর মধ্যে ভ্রমণ, বন্ধুত্ব, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এটাই ছিল সংগঠনের মূল উদ্দেশ্য। কিন্তু কিছুদিন আগে রাজনৈতিক পরিস্থিতির কারণে সার্ক কার্যক্রম স্থগিত করতে হয়েছে। তিনি জানান, আবারও সবাইকে একত্রিত করে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিকল্প নেই। প্রধান উপদেষ্টা আরও বলেন, আঞ্চলিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আন্তরিক সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশ সেই দিকেই কাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪১

আরো পড়ুন