Ridge Bangla

উত্তরের তিন জেলার দূরপাল্লার বাস বন্ধ

দেশের উত্তরাঞ্চলের তিন জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চালক, হেলপার ও সুপারভাইজারদের কর্মবিরতির পর এবার খোদ মালিকরাই বাস বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল রুটের গাড়ি চালু থাকলেও অন্য সব পরিবহনের বাস বন্ধ রয়েছে।

মাসের শুরুতে শ্রমিকরা দুই দফায় বাস বন্ধ করেছিলেন বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে। মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর চলাচল স্বাভাবিক হয়। কিন্তু পরবর্তীতে শ্রমিকরা দূরপাল্লার বাসে যাত্রী ওঠানো-নামানোতে ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে চান এবং খোরাকি ভাতারও দাবি তোলেন। এতে নতুন করে বিরোধ তৈরি হয়। বজলুর রহমান জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের বৈঠকে বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বাস চলাচল শুরু হলেও শ্রমিকদের অযৌক্তিক দাবির কারণে ব্যবসা ব্যাহত হচ্ছে। তাই মালিকপক্ষ বাধ্য হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে শ্রমিকরা জানিয়েছে, তারা শর্ত মেনে বাস চালাতে রাজি নয়। মালিকরাও এমন পরিস্থিতিতে গাড়ি চালাতে অনিচ্ছুক। ফলে আপাতত বাস চলাচল বন্ধ থাকবে। এর আগে গত ৭ সেপ্টেম্বর শ্রমিকরা তিন জেলায় বাস বন্ধ করলে দুই দিন পর মালিকদের আশ্বাসে কাজে ফেরেন। কিন্তু বেতন-ভাতা না বাড়ানোয় ২২ সেপ্টেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু হয়। অবশেষে একদিন পর আবারও মালিকদের উদ্যোগে দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেল। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন