কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণ ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার সম্পদ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামে কয়েকজন দুর্বৃত্ত এক বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে।
পরে গৃহবধূর তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে। একইসঙ্গে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে প্রতিবেশীরা আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
পরে গৃহবধূ ধর্ষণ মামলা এবং তার শ্বশুর লুট ও হামলার মামলা দায়ের করেন। দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানিয়েছেন, এ ঘটনায় ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।