Ridge Bangla

কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি কটাক্ষের মুখে পড়েছেন। শুটিংয়ের সময়সীমা ও শর্ত সংক্রান্ত বিষয় নিয়ে অভিনেত্রীকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, দীপিকা শুটিংয়ের সময় আট ঘণ্টার বেশি কাজ করবেন না এমন শর্ত দিয়েছেন, যা কিছু ছবিতে তার সুযোগকে প্রভাবিত করেছে।

সম্প্রতি পরিচালক ফারহা খান তার ব্লগে এ নিয়ে মজার খোঁচা দিয়েছেন। ফারহা জানান, সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে, যেখানে সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত রন্ধনশিল্পী দিলীপ। রোহিতের মা-ও ক্যামেরার সামনে আসতে গিয়ে কিছুটা সময় নিয়েছিলেন। ফারহা মজার ছলে বলেন, “দীপিকাও কোনও ছবির প্রস্তাব মেনে নিতে এত বেশি সময় নেয়নি।”

ফারহা আরও বলেন, “দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার জন্য তার সময় নেই।” এই মন্তব্যে দীপিকার সময় ব্যবস্থাপনা নিয়ে হাস্যরস তৈরি হয়েছে। এই শর্তের কারণে দীপিকা সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে বাদ পড়েন। তার পারিশ্রমিক ২০ কোটি টাকা চাওয়ার বিষয়টিও বিষয়টি আরও জটিল করে তোলে।

এ ছাড়াও, সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজকরা জানিয়েছেন, এই ধরনের ছবি তৈরিতে দায়বদ্ধতার প্রয়োজন এবং দীপিকার সময় ব্যস্ততার কারণে তাকে সিকুয়েল থেকে বাদ দিতে হয়েছে। নেটিজেনদের মধ্যে ধারণা, দীপিকা সময় দিতে পারছেন না, তাই নির্মাতারা তার ছাড়া কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে বলিউডে এবং সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ চলছে, যেখানে অভিনেত্রীর সিদ্ধান্তকে ঠিক না ভুল হিসেবে বিভিন্ন মত প্রকাশ করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন