Ridge Bangla

টঙ্গীতে দগ্ধ আরও একজন ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ আরও একজন ফায়ার ফাইটার মারা গেছেন। প্রায় দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফায়ার সার্ভিসের সদস্য নুরুল হুদা। এ নিয়ে দুর্ঘটনায় দগ্ধ চারজন ফায়ার ফাইটারের মধ্যে দুজনের মৃত্যু হলো।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন চার ফায়ার সার্ভিস কর্মী। তাদের মধ্যে শামীম আহমেদ ও নুরুল হুদার শরীরের প্রায় ১০০ শতাংশই দগ্ধ হয়। শামীম আহমেদ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মারা যান। আর একদিন পর একই পরিণতি হলো নুরুল হুদারও।

নিহত নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার ফাইটার পদে যোগ দেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা নুরুল হুদা বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় দগ্ধ বাকি দুই ফায়ার ফাইটার এখনও চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা কাটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদামে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই দুর্ঘটনা আবারও নিরাপত্তা মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন