গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছুক্ষণ পর গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। রাত সোয়া ১০টা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে প্রথমে আগুনের খবর দেন। খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শুরু হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, গুদামে প্রচুর পরিমাণ ঝুট মজুদ ছিল, যা দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করেছে। আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।