Ridge Bangla

কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মমিন মিয়ার মালিকানাধীন একটি চাতালের গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা এবং আরও ১১৫ প্লাস্টিকের বস্তায় সরকারি চাল পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তাও উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালি বস্তাগুলো থেকে সরকারি চাল প্লাস্টিকের বস্তায় ভরে রাখা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত ওসি (এলএসডি) এ তথ্য নিশ্চিত করেন। তবে গুদামের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে অভিযানের সময় পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ইউএনও নাঈমা জাহান জানান, উদ্ধারকৃত চাল ও খালি বস্তা জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান শেষে দুটি গুদাম সিলগালা করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয়ভাবে সংরক্ষণের জন্য সোনামুখী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আসাদুল ইসলাম খানের জিম্মায় হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাদ্য সহায়তা আত্মসাৎ কিংবা অবৈধভাবে মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন