ক্রিকেট মানেই আবেগ, উচ্ছ্বাস আর একসাথে মেতে ওঠা। এবার সেই সুযোগ নিয়ে এলো ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে উপভোগ করবেন এশিয়া কাপের জমজমাট ম্যাচগুলো।
এশিয়া কাপ ২০২৫ এর দ্বিতীয় রাউন্ড বা সুপার ফোরে খেলা দলগুলোর মধ্যে জমজমাট লড়াই শুরু হয়েছে। সুপার ফোর পর্বে উত্তেজনা চূড়ান্তে। ইতোমধ্যে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলে ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে ভারত হারিয়েছে পাকিস্তানকে।
সুপার ফোর রাউন্ডের নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লিটন দাসদের।
বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়েছে দারুণ এক উদ্যোগ। বুধবার রাতের এই ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের মাঠে জায়ান্ট স্কিনে দেখানোর ঘোষণা দিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণাটি দেওয়া হয়। মুহসিন হলের মাঠে আজ রাতে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে খেলা দেখার সুযোগ থাকবে বলে জানানো হয় সেখানে।
সে বার্তায় বলা হয়, “বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু। ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাসে মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়।”
চিয়ার, করতালি আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধু-বান্ধব মিলে মাঠে বসে ক্রিকেট দেখার এই মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় ও আনন্দঘন।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত ম্যাচ ছাড়াও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান এবং ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল একই স্থানে জায়ান্ট স্কিনে প্রদর্শিত হবে।