Ridge Bangla

হান্টিংটন’স রোগের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য

প্রথমবারের মতো মারাত্মক ও জটিল স্নায়ুরোগ হান্টিংটন’স ডিজিজের কার্যকর চিকিৎসা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোগটি বংশগতভাবে ছড়ায়, মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং একসাথে ডিমেনশিয়া, পারকিনসনস ও মোটর নিউরন রোগের মতো উপসর্গ সৃষ্টি করে।

গবেষক দলের তথ্য অনুযায়ী, নতুন চিকিৎসায় রোগের অগ্রগতি ৭৫% পর্যন্ত ধীর হয়েছে। অর্থাৎ যেখানে সাধারণত এক বছরে যে ক্ষতি হতো, তা এখন চার বছরে ঘটবে। এতে রোগীরা কয়েক দশক ধরে ভালো মানের জীবনযাপন করতে পারবেন বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের হান্টিংটন’স ডিজিজ সেন্টারের পরিচালক অধ্যাপক সারা টাবরিজি। তিনি এই সাফল্যকে অবিশ্বাস্য ও অভাবনীয় বলে আখ্যায়িত করেছেন।

নতুন এই চিকিৎসা জিন থেরাপির মাধ্যমে করা হয়, যা দিতে হয় ১২ থেকে ১৮ ঘণ্টার জটিল মস্তিষ্ক অস্ত্রোপচারের মাধ্যমে। সাধারণত ৩০ থেকে ৪০ বছর বয়সে এ রোগের উপসর্গ দেখা দেয় এবং ২০ বছরের মধ্যেই মৃত্যু ঘটে। গবেষকদের আশা, প্রাথমিক পর্যায়ে এই চিকিৎসা প্রয়োগ করা গেলে হয়তো উপসর্গ একেবারেই প্রকাশ পাবে না।

পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের কেউ কেউ অবসর থেকে কাজে ফিরেছেন, আবার অনেকে হুইলচেয়ারের পরিবর্তে এখনও হাঁটতে পারছেন। যদিও চিকিৎসাটি ব্যয়বহুল হবে, তবে বিশেষজ্ঞদের মতে এটি হান্টিংটন’স রোগের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৫

আরো পড়ুন