নির্বাচন কমিশন নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি রাজনৈতিক দলের প্রতীকের তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে আলোচিত শাপলা প্রতীক এবারও তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অন্যদিকে পুনর্বহাল হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধনী আনা হয়েছে। এর ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করেছে কমিশন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকা প্রতীক স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট দলগুলোর সামনে নতুনভাবে নির্বাচনী কৌশল সাজানোর চ্যালেঞ্জ তৈরি হলো। বিশেষ করে যেসব দল দীর্ঘদিন ধরে এ প্রতীক ব্যবহার করে আসছে, তাদের বিকল্প প্রতীক বেছে নিয়ে প্রচারণা শুরু করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শাপলা প্রতীকের অনুপস্থিতি আগামী নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য কৌশলগত প্রভাব ফেলবে। কারণ অনেক প্রার্থী এ প্রতীককে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করেছিলেন।
অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল হওয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জন্য এটি একটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত প্রতীকগুলোর ভিত্তিতেই আসন্ন নির্বাচনের ভোটের সকল প্রক্রিয়া পরিচালিত হবে। এ পরিবর্তনগুলো রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তুমুল আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, নৌকা প্রতীক স্থগিত রাখা ও শাপলা অন্তর্ভুক্ত না করা নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।