Ridge Bangla

অভিনেত্রীর অভিযোগে গ্রেপ্তার প্রযোজক শ্যামসুন্দর দে

টালিউড ও বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতার প্রযোজক শ্যামসুন্দর দে। কলকাতায় অভিযান চালিয়ে মুম্বাই পুলিশ তাকে আটক করে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পূজা ও তার স্বামী কুণাল ভার্মার সঙ্গে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করেন শ্যামসুন্দর। প্রায় তিন মাস আগে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন অভিনেত্রী। এর আগেই চলতি বছরের জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা ও কুণাল জানান, কাছের এক বন্ধুর হাতে প্রতারিত হয়ে তারা সর্বস্ব হারিয়েছেন। তাদের আজীবনের সঞ্চয় হাতছাড়া হয়েছে বলে দাবি করেছিলেন তারা।

তবে পূজার পোস্টে সরাসরি নাম না থাকলেও শ্যামসুন্দরের স্ত্রী প্রতিক্রিয়া জানিয়ে উল্টো অভিযোগ তোলেন তারকা দম্পতির বিরুদ্ধে। তার অভিযোগ অনুযায়ী, পূজার নেতৃত্বে শ্যামসুন্দরকে অপহরণ করে ৬৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পাশাপাশি প্রযোজকের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও দাবি করেন তিনি।

এই ঘটনার জবাবে গত ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন পূজা ও কুণাল। সেখানে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করে জনসমক্ষে সব তথ্য তুলে ধরেন। এরপরই শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতা পুলিশের সহযোগিতায় মুম্বাই পুলিশ শ্যামসুন্দর দে-কে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

গ্রেপ্তারের পর প্রতিক্রিয়ায় পূজা জানান, “আমার সবসময় আইনের উপর ভরসা ছিল। ন্যায়সঙ্গত পথে থাকলে ঈশ্বরও পাশে থাকেন। আশা করি, এবার সব অন্যায়ের প্রতিকার হবে।” তবে অভিযুক্তের শাস্তি চান কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমি কারো ক্ষতি চাই না। শুধু আমাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটি পূরণ হলেই যথেষ্ট।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৯৬

আরো পড়ুন