Ridge Bangla

দুই বছর পর ডিভোর্সের কথা জানালেন অভিনেত্রী মীরা শেঠি

পাকিস্তানি নাট্য অভিনেত্রী ও লেখিকা মীরা শেঠি দীর্ঘদিন পর ভক্তদের সামনে তুলে ধরলেন ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায়। প্রায় দুই বছর আগে বিচ্ছেদ হলেও বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি তিনি। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নাজাম শেঠির এই কন্যা।

মীরা জানান, ২০২৩ সালের মার্চে ‘আন কাহি’ নাটকের শুটিং চলাকালীনই তার বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় ব্যস্ততার কারণে অনেকটা আড়ালে বিষয়টি থেকে যায়। তবে এই বিচ্ছেদ তার জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং সময়গুলোর একটি ছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং পরিচয় সংকটের মধ্যেও পড়তে হয়েছিল তাকে।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মীরা বলেন, “গত দুই-আড়াই বছর আমি আত্মদর্শন, আরোগ্য এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের যাত্রায় আছি। এ এক ব্যক্তিগত প্রক্রিয়া, যা প্রত্যেক শিল্পীর জন্যই জরুরি। তবে এই যাত্রা সাধারণত জনসম্মুখের বাইরে চলে।” কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মীরা। বন্ধু-বান্ধব, পরিবার কিংবা অপরিচিত অনেকেই তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, যা তার নতুন পথচলাকে সহজ করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জমকালো এক আয়োজনে বিলাল সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মীরা শেঠি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র কয়েক বছর। বর্তমানে ডিভোর্সের কথা প্রকাশ্যে আনার মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন এই অভিনেত্রী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৭৪

আরো পড়ুন