Ridge Bangla

মুক্তি পাচ্ছে চার বছর আগের ছবি, প্রচারণায় নেই নায়ক-নায়িকা

মুক্তিপ্রতীক্ষিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ চলচ্চিত্রটি আগামী ২৬ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে ছবির প্রচারণা নিয়ে নীরবতা দেখা দিয়েছে প্রধান দুই চরিত্রের—নায়ক আদর আজাদ ও নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। প্রচারণার মঞ্চে একা দাঁড়িয়ে আছেন পরিচালক মস্তাফিজুর রহমান মানিক।

পরিচালক জানান, “নায়ক কেন প্রচারণায় নেই, এটি জানতে হলে তাকে নিজেই জিজ্ঞেস করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, কিন্তু তিনি বিশেষ আগ্রহ দেখাননি।” অন্যদিকে নায়িকা সালওয়া বর্তমানে দেশে নেই। শোনা যায়, ব্যক্তিগত কারণে তিনি নিজেকে ঢালিউড থেকে দূরে সরিয়ে নিয়েছেন। পরিচালক এ বিষয়ে বলেন, “নায়িকা দেশের বাইরে, হয়তো সচেতনভাবে প্রচারণা এড়িয়ে চলছেন। এটি আমি গ্রহণ করি।”

মস্তাফিজুর রহমান মানিক আরও জানান, আদর আজাদের মাধ্যমে বড় পর্দায় অভিষেক পেয়েছিলেন। এই সিনেমার পর তার সঙ্গে তিনি ‘যাও পাখি বলো তারে’ সিনেমা নির্মাণ করেন। তবে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে আদরের উপস্থিতি সীমিত থাকায় প্রচারণায় তাঁর অংশগ্রহণও নেই।

ছবিটি প্রায় চার বছর আগে চিত্রায়িত হলেও নানা কারণে মুক্তি পেতে দেরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের দর্শক সিনেমাটি দেখতে পাবেন। পরিচালক মনে করছেন, অভিনেতাদের অনুপস্থিতি ছবির সাফল্যকে বাধাগ্রস্ত করবে না। তাঁর মতে, প্রচারণার সীমিত অংশগ্রহণ থাকা সত্ত্বেও সিনেমার গল্প ও প্রযোজনা দর্শকদের আকৃষ্ট করবে।

এভাবে দর্শকরা আগামী সপ্তাহে বড় পর্দায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ উপভোগ করতে পারবেন, যদিও নায়ক-নায়িকার মুখোমুখি প্রচারণা এই ছবিতে দেখা যাবে না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫৯

আরো পড়ুন